বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদন: গোলাপগঞ্জ পৌরসভায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এলজি এসপি-৩ এর আওতায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ক্রয়কৃত অ্যাম্বুলেন্স সার্বিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এলজি এসপি-৩ এর প্রকল্প পরিচালক এনামুল হাবিব।
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ মামুনুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর এম ফজলুর আলম, জহির উদ্দিন সেলিম, জবান আলী, রুহিন আহমদ খান, ফারুক আলী, জামিল আহমদ চৌধুরী, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, শেফা বেগম প্রমুখ ।