বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্যজীবি সমিতি গোলাপগঞ্জ শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার এ নতুন কমিটির অনুমোদন দেন জাতীয় মৎস্যজীবি সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি।
নতুন কমিটিতে নুরুল ইসলামকে সভাপতি ও ইউপি সদস্য ইসমাইল আলীকে সাধারণ সম্পাদক ও নিরেশ বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
নতুন কমিটি গঠন উপলক্ষে গোলাপগঞ্জ পৌর শহরের একটি হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবি সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য গোলজার আহমদ জগলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবি সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির আব্দুল আহাদ।
এসময় অতিথিবৃন্দ জাতীয় মৎস্যজীবি সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেন। এই আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।