Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-09-04T20:32:13Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে দুই দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে দুই দিন ধরে আব্দুর রহমান সামি (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রোববার নিখোঁজ শিক্ষার্থীর মা গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৮৭) করেছেন।

নিখোঁজ আব্দুর রহমান উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের প্রবাসী আজিম উদ্দিনের ছেলে ও গোলাপগঞ্জ এমসি একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। বর্তমানে সে তার মায়ের সাথে পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছে।

জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলে আর বাসায় ফেরেনি। অনেক সম্ভাব্য স্থানে যোগাযোগ করেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। 

নিখোঁজ সামির ফুফাতো ভাই মাহমুদুল হাসান মাহি বলেন, সামির খোঁজ না পেয়ে তার মা বার বার মুর্ছা যাচ্ছেন। তার বাবাও খুবই দুঃশ্চিন্তায় রয়েছেন। যদি কোন হৃদয়বান সামির খোঁজ পান তাহলে ০১৭৭১-৮৫৪৬০৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ