Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-09-05T11:10:51Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে চা-কফি বিক্রিতে এগিয়ে সম্রাট কফি হাউজ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে চা-কফি বিক্রিতে এগিয়ে রয়েছে সম্রাট কফি হাউজ। উপজেলার পৌর শহরের প্রাণ কেন্দ্র মার্ভেলাস টাওয়ারের নিচে এ কফি হাউজের অবস্থান। 

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সম্রাট কফি হাউজের সামনে গেলে দেখা যায়, কফি হাউজের সামনে ছাতার ভিতরে দু'টি টেবিল রাখা রয়েছে। 

মার্ভেলাস টাওয়ারে সব ধরণের দোকানপাট রয়েছে। যে কারণে প্রতিদিন এ মার্কেটে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন। এই সুবাধে মার্কেটের নিচে একটি মাত্র কফি হাউজ থাকায় প্রতিদিন ক্রেতাদের ভীড় লেগেই থাকে এ কফি হাউজটিতে। এছাড়াও কফি হাউজটির সুন্দর ও মনোরম পরিবেশে ক্রেতাদের আকৃষ্ট করে।  

সম্রার কফি হাউজের প্রোপাইটার আবু রাশেদ রফি বলেন- 'প্রতিদিন আমার দোকানে ৪-৫শ কাপ চা-কফি বিক্রি হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন আমার দোকানে কফি-চা খেতে। বসার পরিবেশ ভাল থাকায় মানুষ এখানে বসতে স্বাচ্ছন্দবোধ করেন। সর্বাত্মক চেষ্টা করি মানুষকে ভাল সেবা দিতে।'

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ