বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ৩ নেতাকে শোকজ করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জামিন আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।
বিজ্ঞপ্তি বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দলের সকল পর্যায়ের পদ থেকে সাময়িক কেন বহিষ্কার করা হবে না বলে চিঠি প্রদান করা হয় এবং এই চিঠি প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে তাদের স্বপক্ষে কোন বক্তব্য থাকলে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর প্রেরণের কথা বলা হয়েছে।