Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-09-15T19:31:25Z
সিলেট

সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : সিলেটের ওসমানীগরের কুরুয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ট্রাকের চালক ও হেল্পারসহ ৩ জন।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কবির দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাকের সামনদিক কেটে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ