Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-09-26T18:43:46Z
হবিগঞ্জ

হবিগঞ্জে মসজিদের জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের নবীগঞ্জে একটি মসজিদের ভেতরের জুতা রাখার বাক্স থেকে ৩ দিনের এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার পৌর এলাকার ওসমানী রোড বায়তুন নূর জামে মসজিদ থেকে এই শিশুকে উদ্ধার করা হয়। পুলিশ পৌর এলাকার আনমনু গ্রামের এক নারীর কাছে শিশুটিকে হেফাজতে রেখেছে।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ করে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।

এরপর নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, বজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর অধীনে রাখা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ