বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে গাঁজাসহ সাদিকুর রহমান খান (৪৫) নামের এক মদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাদিকুর রহমান উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন্রত উত্তর সুনামপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে সুনামপুর বাজারে আব্দুল হান্নানের চায়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাদিকুর রহমান খান (৪৫) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।