বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে চাকুসহ ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এসআই মো. আবুল হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হুমায়ুন রশিদ চত্বর এলাকার সিলেট-ঢাকা সড়কের রেলওয়ে আন্ডারপাস ব্রিজের উপর থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো- মৌলভীবাজারের রাজনগর উপজেলার দোঁগাঁও এলাকার সিরাজ মিয়ার ছেলে হাবিবুর রহমান টিপু (৩০) ও জগন্নাথপুর উপজেলাধীন পূর্ব ভবানীপুর গ্রামের মো. সেলিম আহমদের ছেলে সাগর আহমদ (২২)। এসময় তাদের দেহ তল্লাশী করে ১টি স্টিলের টিপ চাকু ও ১টি স্টিলের ফোল্ডিং চাকু জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় দ্রুত বিচার আইনে মামলা (মামলা নং-১৮, তাং-১৮/০৯/২০২২খ্রি.) দায়েরপূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।