বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুস্পৃষ্টে প্রাণ গেল হুসনে আরা (৬০) নামে এক নারীর। মৃত ওই নারী উপজেলার চকরামপুর গ্রামের কালা মিয়ার কন্যা। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, হুসনে আরা নামে ওই নারী তার বাবার বাড়িতে বেড়াতে আসে। সকালে বসত ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের মেইন তার ছিড়ে নিচে ঝুলে থাকে। অসাবধানতা বশত সে বিদ্যুতের ওই তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।