বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে দিনদুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে ২জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল পোনে ১১টার দিকে মালামাল বিক্রয়ের কথা বলে ডাকাতির চেষ্টার অভিযোগে উপজেলার পৌর এলাকার দারিপাতন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের আজমল আলীর ছেলে সাজু আহমদ (৩৫)। অপর ডাকাত অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার পরিচয় গোপন রাখা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ভুক্তভোগী হবিগঞ্জের আজমিরীগঞ্জের শহিদুল ইসালামকে ভাঙ্গারি মালামাল ক্রয়ের কথা বলে গোলাপগঞ্জ চৌমুহনীতে নিয়ে আসলে আসামিরা তার ভাঙ্গারি মালামাল বিক্রয়ের কথা বলে দাড়িপাতন নিয়ে যায়। এক পর্যায়ে তাকে মারপিট করে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে।
এসময় শহিদুল ইসলাম চিৎকার করলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং ১৮, তারিখ ২১/০৯/২২) দায়ের করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী সাজুকে আদালতে পাঠানো হয়েছে। অপর শিশুকে সেইফ হোমে পাঠানো হয়েছে।