বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় ভবন থেকে পড়ে আহত হওয়া সিলেটের ফরিদ উদ্দিন (৫২) মারা গেছেন। বাংলাদেশসময় গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদ উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাডিস্কিবাড়ি গ্রামের মৃত খুর্শিদ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে সৌদি আরবে যান ফরিদ উদ্দিন। তিনি বৈধ শ্রমিক হিসেবেই কাজ করছিলেন। দুই ছেলে ও তিন মেয়ের জনক তিনি। দুই বছর আগে ছুটি কাটিয়ে দেশ থেকে ফিরেন তিনি।
তার স্বজন আল আমিন জানান, জেদ্দা শহরের একটি বহুতল ভবনে কাজ করছিলেন ফরিদ উদ্দিন। গত রোববার তিন তলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান।
ফরিদের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।