বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ৪জন পরিবহন শ্রমিক নেতা ও অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের উপর মামলার প্রতিবাদে সিলেট জকিগঞ্জ-সড়কের গোলাপগঞ্জ ও হেতিমগঞ্জ চৌমুহনীতে গাড়ি দিয়ে রাস্তা ব্যারিকেড করে রেখেছে পরিবহণ শ্রমিকরা। বৃহস্পতিবার রাত ৭টা থেকে রাস্তা ব্যারিকেড শুরু হয়।
এসময় রাস্তার দু দিকে কয়েক শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। পুরো সিলেট-জকিগঞ্জ সড়ক বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমীক উপ কমিটির সভাপতি আব্দুস সামাদ জানান, তাদের জেলার ৪নেতার উপর পরিকল্পিত ভাবে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মামলা প্রত্যাহার ও তাদের দাবি ধাওয়া আদায় না হওয়া পর্যন্ত এবং জেলা নেতাকর্মীদের নির্দেশনার আগ পর্যন্ত এই রাস্তা ব্যারিকেড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।