বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ এলাকায় আবাসিক হোটেলের দু’টি কক্ষে আটকে রেখে রাতভর দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মােহাইমিন রহমান রাহি (৩৩)।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আলোচিত এ মামলার এই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে.নাজমুল হুদা খান।
গ্রেফতারকৃত মোহাইমিন রহমান রাহি (৩৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মামলা নং ২৯।
পুলিশ জানায়, টানা ২২ ঘন্টা সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে পুলিশ রাহিকে গ্রেফতারে সক্ষম হয়।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে.নাজমুল হুদা খান বলেন, গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য-গত ২৩ আগস্ট দিবাগত রাতে নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিম দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।মামলা নং-২৯ ও ৩০ তারিখ ২৮/০৮/২০২২। ঘটনার ৫ দিন পর গত ২৮ আগস্ট দুই তরুণী জালালাবাদ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।