Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-09-09T15:56:07Z
জকিগঞ্জ

জকিগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে ৭ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার কেছরি গ্রামের একটি পরিত্যাক্ত ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষনিকভাবে তার পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে সে উপজেলার পৌর এলাকার বাখরশাল গ্রামের আজমল হোসেনের মেয়ে শাম্মী আক্তার (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সে রোববার বিকেলে খেলার উদ্দ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজ মিলে নি। পরদিন সোমবার (৫ সেপ্টেম্বর) তার পিতা আজমল হোসেন বাদি হয়ে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়রি করেন। ধারণা করা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তাবন্দি করে পরিত্যক্ত ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা।

এব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। সুরতহাল রিপোর্ট শেষে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ