বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : সিলেটের বিয়ানীবাজার থেকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ১১ নং লাউতা এলাকায় অভিযান চালিয়ে সুনাম উদ্দিন (৬০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, সুনামের কাছ থেকে ৫০০ টাকার জাল নোটের দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। যার মধ্যে মোট ৮৫ হাজার টাকা ছিলো।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জাল নোটসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এসআই মোস্তাক আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।