Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-09-13T19:36:37Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত ২

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার সিলেট জকিগঞ্জ-সড়কের দাড়িপাতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একটি ভ্যান গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের পৌর এলাকার দাড়িপাতনে একটি ভ্যান গাড়ির সাথে সিএনজি অটোরিকশার প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপরদিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সাথেও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ভ্যান গাড়ি ও অটোরিকশার চালক আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়। 
এ ঘটনায় আহত দুজনের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই নূর মিয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনার খবর পেয়েই আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাই। আহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ