বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : হবিগঞ্জ জেলা কারাগারে শাহরুখ মিয়া (৫১) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। তিনি লাখাই উপজেলার সিংহ গ্রামের মৃত খতিব হোসেনের ছেলে।
সোমবার দিনগত রাত ১০টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. জয়নাল আবেদন ভূঁইয়া।
তিনি জানান, শাহরুখ মিয়া মাদক মামলায় একজন সাজাপ্রাপ্ত কয়েদি। তিনি বেশ কিছুদিন যাবত হবিগঞ্জ জেলা কারাগারে সাজাভোগ করছিল। তার কয়েদি নং-৫২৭২। সোমবার রাতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারাগার হাসপাতালে নেয়। এ সময় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়নাল আবেদন ভূঁইয়া বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন শাহরুখ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বিষয়টি তার স্বজনদের জানানো হয়েছে।