বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমায় দুটি আবাসিক হোটেল অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬ পুরুষ ও ২ নারী গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাপলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ১ নারী ও ৪ পুুরুষকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার কদমতলিস্থ যাত্রীসেবা রেস্ট হাউজ নামক আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ২ পুরুষ ও ১ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের শনিবার (২০ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।