বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ এলাকার কয়েছ আহমদের কিশোরী কন্যা সাইমা আক্তার তাহছিন (১৭) নিখোঁজ হয়েছিলেন গত ১৮ আগস্ট। গতকাল সোমবার ২৯ আগস্ট থাকে পাওয়া গেছে।
সিলেটের ভার্থখলা এলাকার একটি বাসায় তাকে পাওয়া যায়। পরিবারের অভিভাবকরা জানান, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পরিচিত এক দূরের আত্মীয়ের বাসায় এ কয়দিন অবস্থান করেছিলেন এ কিশোরী।
পূর্বের সংবাদ : বিয়ানীবাজার থেকে কিশোরী নিখোঁজ, থানায় পিতার জিডি
বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ সদস্যরা পরিবারের অভিভাবকদের সাথে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদ করেছে। কিশোরীর মা হাসিনা বেগম বলেন, খবর পেয়ে সিলেটের ওই বাসায় শনিবার ও রোববার গিয়ে তার দেখা পাইনি। কাপড় দেখে আমার সন্দেহ হয়। পরে সোমবার রাত ৮টা দিকে গিয়ে তাকে নিয়ে আসি।
তিনি বলেন, মা ও বাবার উপর অভিমান করে আদরের কন্যা বাড়িতে থেকে এক আত্মীয়ের বাসায় সিলেট চলে গিয়েছিলো।
হাসিনা বেগম বলেন, মেয়েকে খোঁজে পেতে অনেকেই সহযোগিতা করেছেন। মেয়ের খোঁজ দেয়াসহ যারা আন্তরিকতা দেখিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিয়ানীবাজার থানা পুলিশ প্রশাসনের দায়িত্বশীলদেরও ধন্যবাদ জানান।