বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে জেলা ছাত্রশিবিরের সাবেক নেতা গোলামুর রহমান গোলাবকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানার আওতাধীন কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্র। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে বাগলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের মরহুম মাওলানা আব্দুল মালিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এই শিবির নেতা গোলামুর রহমান গোলাব নাশকতার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, আজ (শনিবার) সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।