বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : শরীয়তপুরের ডামুড্যায় প্রেমিকার বাড়িতে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সরোয়ার হোসেন কাজল (২৬) নামে এক যুবক। গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার ধানকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কাজল একই উপজেলার কনেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানকাঠি ইউনিয়নের এক মেয়ের সঙ্গে কাজলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে নোয়াখালী থেকে গ্রামের বাড়ি কনেশ্বর আসেন কাজল। তিনি নোয়াখালীতে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। শুক্রবার রাতে কাজলকে ফোন করে প্রেমিকা তার নানা বাড়িতে যেতে বলেন।
একপর্যায় রাত সাড়ে ১২টার দিকে ওই মেয়ের চিৎকারে স্থানীয়রা এসে জানালার সঙ্গে কাজলের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে কাজলের পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে।
কাজলের ভাই শহিদুল বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়ে আমরা জানতাম না। মানুষের মুখে শুনেছি ওদের পাঁচ বছরের সম্পর্ক ছিল। তবে আমার ভাই কখনো পরিবারের কাছে বিষয়টি বলেননি। শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ ফোন আসায় তিনি বাসা থেকে বের হন। পরে রাত ১টার দিকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করলে সেখানে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। ওই মেয়ে আমার ভাইকে মেরে ফেলেছে। আমি ভাই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের মা বলেন, ‘আমি এসব বিষয়ে কিছু জানি না। আমার মেয়ে কাজল মারা যাওয়ায় পাগলের মতো আচরণ করছে। ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি।’
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আমাদের সময় অনলাইনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’