Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-08-20T15:17:13Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের উত্তর আলমপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেল ৩টায় উত্তর আলমপুর বাজারে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও আলানুর রহমানের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য রিয়াজ উদ্দিন গেদাই মিয়া, মাস্টার লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ছালেহ আহমদ, আব্দুর রহমান, মাহতাব উদ্দিন, মাহমুদ আলী, হাফিজ গৌছ উদ্দিন, সিলেট ল" কলেজের মেধাবী ছাত্র আবু সাঈদ, শিক্ষার্থী আবু তাহের ছানী প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুস শুক্কুর, আব্দুল জলিল, এনাম উদ্দিন, আসাব আলী, নানু মিয়া, জয়নাল উদ্দিন, সাদ উদ্দিন, সাইফুল হক, বিলাল উদ্দিন, হাছন আলী, সুলতান মিয়া, ফরিজ মিয়া, গিয়াস উদ্দিন, ওয়াহাব আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর আলমপুর হতে মাসুরা গ্রামের খুশিদের খেয়াঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা অস্তিত্ব সংকটে। এই রাস্তা দিয়ে উপজেলার বাদেপাশা ও ভাদেশ্বর ইউনিয়নের ১৪/১৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ চলাচল করেন। রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় তিন যুগেও। বিভিন্ন সময় রাস্তাটি সংস্কারের আশ্বাস প্রদান করা হলেও তা বাস্তবায়ন হয়না।

এই রাস্তাটির দৈর্ঘ্য ৩ কিলোমিটার এবং প্রস্থ ছিলো ২০ ফুট। উত্তর আলমপুর খালের ভাঙ্গনে সড়কের একের পর এক অংশ ক্রমেই বিলীন হচ্ছে। ২০ ফুট প্রস্থ সড়ক এখন পায়ে হাটা রাস্তায় পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে পায়ে হেটেও যাওয়া যায়না। যে রাস্তা দিয়ে এক সময় অটোরিক্সা, মাইক্রোবাস চলাচল করতো সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

বক্তারা রাস্তাটি দ্রুত সংস্কার করা জন্য এলাকাবাসীর পক্ষ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ