বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসা উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট কালো রাত্রে শহীদদের মাগফেরাত কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
সাবেক শিক্ষা মন্ত্রী, জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপির নেতৃত্বে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।বিশেষ করে দু'উপজেলার শিক্ষাঙ্গনের অভুতপূর্ণ উন্নয়ন হয়েছে,সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসাগুলো এ উন্নয়নের অংশিধার।আমাদের স্বার্থেই আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সমাজসেবী নিজাম উদ্দিন প্রমুখ।