বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টাইলস শ্রমীকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট)) সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টাইলস মিস্ত্রি নাম মারজান আহমদ (১৮)। সে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কায়স্তগ্রাম গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে টাইলসের কাজ করার সময় মারজান আহমদ নামের যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করেন।