বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর চৌহাট্টা-রিকাবীবাজার সড়কের ডিভাইডারে বৈদ্যুতিক সর্টসার্কিটে নিজাম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত ওই ব্যক্তি নগরির বনকলাপাড়ার ১০৫/১৪ নাম্বার বাসার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা যায়। এছাড়াও উনি একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত ছিলেন।
জানা যায়, সোমবার রাতে ৮টার দিকে নগরীর চৌহাট্টা-রিকাবীবাজার সড়কের ডিভাইডারে রেলিং পাড়ি দিতে বৈদ্যুতিক সর্টসার্কিটে স্পৃষ্ট হন ওই ব্যক্তি। এরপর স্থানীয়রা বিদ্যুৎ বন্ধ করে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।