বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : নগরীর উপশহর এলাকায় বোরকা পড়ে নারী সেজে বাসায় ঢুকতে গেলে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রোববার বিকেলে উপশহরের জে ব্লকের একটি বাসায় এই ঘটনা ঘটে। আটকের পর জনতা সন্দেহজনক ব্যক্তিকে চোর ভেবে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। যুবকের নাম নাছির আহমদ (৩৬)। সে জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের পুত্র। তাৎক্ষণিক তার গ্রামের ঠিকানা জানা যায়নি। আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁিড়র ইনচার্জ এস আই জুয়েল চৌধুরী দৈনিক জালালাবাদকে বলেন, আহত অবস্থায় ঐ যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসএমপির শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, উপশহর এলাকার জে ব্লকের ৪নং রোডের ১৬ নং বাসায় বোরকা পড়ে এক যুবক প্রবেশ করে। তখন বাসার লোকজন আশপাশের প্রতিবেশীদের ডাক দিয়ে চোর সন্দেহে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে। চুরি করতে না কি মজা করতে লোকটি বোরকা পড়ে বাসায় প্রবেশ করে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : দৈনিক জালালাবাদ