Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-08-25T16:38:55Z
সিলেট

সিলেটে এনজিও কর্মকর্তা খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা হত্যায় জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমান বিপ্লব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতে বিপ্লব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

বিপ্লব বগুড়া জেলার শাহজাহানপুর থানার বিরিকুল্লা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর মোমিনখলা এলাকায় বসবাসরত।


গত বুধবার রাত নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় আনোয়ার হোসেনকে (৪০) দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সীমান্তিক নামের একটি এনজিওর ব্রাহ্মণবাড়িয়া শাখার কর্মকর্তা। সিলেটে তিনি প্রশিক্ষণের কাজে এসেছিলেন।

আনোয়ার ভোলার শ্যামপুর থানায় তোফাজ্জল হোসেনের ছেলে।

এ ঘটনার পর নিহতের ছোট ভাই মো. বাবুল শিকদার বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সন্দিগ্ধ আসামি মাহফুজুর রহমান বিপ্লবকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ