Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-07-15T11:18:18Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আর নেই, দাফন সম্পন্ন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ......রাজিউন)। 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হোসেনের পিতা।

এদিকে মরহুমের জানাজার নামাজ শুক্রবার দুপুর ২টায় সুনামপুর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পূর্ণ হয়েছে।  এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনহোর আলী, মুহিব খান, মনু মিয়া, আব্দুল খালিক, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য আব্দুস সামাদ, মেম্বার ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মঞ্জিল আহমদ প্রমুখ। 


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ