বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির নব নিযুক্ত নির্বাহী অফিসার মৌসুমী মান্নান এর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়। পরে নতুন নির্বাহী অফিসার দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন বিষয়ে উপজেলার খোঁজখবর নেন।
বিদায়ী ইউএনও মো গোলাম কবির সম্প্রতি গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পেয়েছেন। নব নিযুক্ত নির্বাহী অফিসার মৌসুমী মান্নান সর্বশেষ সিলেট জেলা প্রশাসনে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।