বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় ঔষধ কম্পানির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান মুন্না (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট-বিয়ানীবাজার সড়কের আব্দুল্লাহপুর স্থানে এই ঘটনা ঘটে। নিহত তরুণ উপজেলার শেওলা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুর অংশে বিপরীতগামী একটি ঔষধ কম্পানির গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটারসাইকেল আরোহী মুন্না মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।