বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে সাজিদ আহমদ (২) নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফকিরটুল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সাজিদ ওই গ্রামের রাসেল আহমদের একমাত্র ছেলে।
সাজিদের মামা সুমন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির পাশে খেলা করছিল সাজিদ। খেলা করার এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে গিয়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকা অবস্থায় স্বজনরা তার লাশ দেখতে পান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় কেউ অবগত করেনি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।