বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের শীলঘাটে হৃদরোগে আক্রান্ত হয়ে রহিম উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রহিম উদ্দিন পশ্চিম আমুড়া ইউনিয়নের ইউপি সদস্য তারেক আহমদের চাচাতো ভাই ও শীলঘাট গ্রামের কান্দিবাড়ীর মরহুম রিয়াছ আলীর তৃতীয় পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য তারেক আহমদ। তিনি তাঁর চাচাতো ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
রহিম উদ্দিনের জানাজার নামাজ আজ (বুধবার) রাত ৯টায় শিলঘাট টিকরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে রহিম উদ্দিনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।