বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল আহমেদ (২২) নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন। নিহত বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক জানান, গাজিকালুর টিলায় ছিনতাইকারীরা বুলবুলকে ছুরিকাঘাত করে। সেখান থেকে হাসপাতালে আনা হলে মারা যান বুলবুল।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, বুলবুলকে উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।