বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে একটি সেলুন ও পাশের আরেকটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্বভাগ বাজারে জাহাঙ্গীর ও আনোয়ার নামে দুই ভাই দীর্ঘ দিন থেকে সেলুন ব্যবসা চালিয়ে আসছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন তারা।
কিন্তু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় পাশে থাকা আরেকটি দোকানেও আগুন লেগে যায়। আগুনে দুটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়৷ খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ১০ মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগে সব জ্বলে পুড়ে ছাঁই হয়ে যায়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফাহিম আহমেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।