বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : কোরবানি করার জন্য গরু কিনেছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা। রোববার (১০ জুলাই) ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে গরুটি চুরি হয়ে যাওয়ায় আর কোরবানি দিতে পারেননি তারা।
এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় চুরির একটি মামলা দায়ের করা হয়।
চুরির ঘটনায় মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।
তিনি জানান, ঈদের দিন বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু নামাজ পড়ে এসে দেখেন গরুটি গায়েব হয়ে গেছে।
এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় চোরকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
সূত্র : ঢাকা পোস্ট