Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-07-22T06:23:06Z
সুনামগঞ্জ

সুনামগঞ্জে কবরস্থান থেকে আসছিল শিশুর কান্নার আওয়াজ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কবরস্থান থেকে একটি নবজাতক কন্যাশিশু উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) ইব্রাহিমপুর কবরস্থানে শিশুর কান্না শুনে গ্রামের লোকজন বিষয়টি ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে জানান।পরে গিয়াস উদ্দিন সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করে।

সদর থানার ডিউটি অফিসার এস আই সাব্বির বলেন, বৃহস্পতিবার রাতে কবরস্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনে প্রতিবেশিরা স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে অবহিত করেন। পরে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই সাব্বির আহমদ ও ইউপি সদস্য গিয়াস উদ্দিন নবজাতকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি বর্তমানে হাসপাতালে সুস্থ রয়েছে।

শুক্রবার সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসারের কাছে হস্থান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সূত্র : সিলেট প্রতিদিন
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ