Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-07-22T13:48:14Z
স্বপ্নের পদ্মা সেতু

৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : দেশি-বিদেশি পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে ‘ঢাকা-পদ্মা সেতু-ভাঙ্গা চত্বর বঙ্গবন্ধু মানমন্দির-ঢাকা’ শীর্ষক ভ্রমণ প্যাকেজ চালু হচ্ছে। এই প্যাকেজের আওতায় মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু ঘুরে আসার সুযোগ মিলবে। পদ্মা সেতু ভ্রমণে অর্ধদিবসের এই প্যাকেজ চালু করতে যাচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। প্রতি শুক্র ও শনিবার এটি পরিচালিত হবে।

আগামীকাল শুক্রবার (২২ জুলাই) বিকেল তিনটায় আগারগাঁওস্থ পর্যটন ভবনে এই প্যাকেজ ট্যুরের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, এই প্যাকেজ ট্যুর বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব এসি মাইক্রোবাস যোগে আগারগাঁওস্থ পর্যটন ভবন থেকে শুরু হবে। এরপর শ্যামলী, আসাদগেট, সায়েন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভারে উঠবে এবং বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পদ্মা সেতু অতিক্রম করবে।

তিনি বলেন, এই ভ্রমণের মাধ্যমে পর্যটকেরা দিনের আলোতে এবং সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্যাকেজ ট্যুরটি বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট প্রশিক্ষিত গাইড দ্বারা পরিচালিত হবে।

জিয়াউল হক হাওলাদার আরও বলেন,স্বপ্নের পদ্মা সেতু গৌরবের এবং অহংকারের। পদ্মা সেতু এখন পর্যটন সম্ভাবনার বৃহৎ করিডোর। এই সেতু চালুর মাধ্যমে খুলে গেছে দক্ষিণাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নের অবারিত দ্বার। এরইমধ্যে পদ্মা সেতুর দুই পাড়ে এবং দক্ষিণাঞ্চলে পর্যটকদের ঢল নেমেছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ