বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম'র (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নির্দেশনায় রোববার (৩জুলাই) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পালপাড়া ও রফিপুর এলাকার ১২০ পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, ইউপি সদস্য কবির আহমদ প্রমুখ।