Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-07-21T18:09:07Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও গৃহহীন ২৬ হাজার ২২৯টি পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গোলাপগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার সফিকুর রহমান, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, ইউনুছ আহমদ চৌধুরী, সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান সামিন, বর্তমান সভাপতি মঞ্জিল আহমদ, আওয়ামী লীগ নেতা শান্ত দাস প্রমুখ। 

এসময় উপকার ভোগী মানুষসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ