বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও সিলেট ডেকোরেটার্স সমিতির যৌথ উদ্যোগে গোলাপগঞ্জে বন্যার্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সড়ে ১১টায় বিতরণ অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি বসির উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এ এস মিলন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ডেকোরেটার্স মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব এম এ ইউসুফ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সহ সভাপতি দানবীর আলহাজ্ব মোঃ আইয়ুব আলী মোল্লা, সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামছুল হক, কোষাধ্যক্ষ রাজু দাশ।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন আহমদ, সদস্য মাস্টার আক্তার হোসেন।
এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গোলাপগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে আর্থিক সহযোগিতা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।