বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ৭৮৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সোমবার (১৮ জুলাই) গোলাপগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রাম এলাকার বাসিন্দা ইছরাফ আলীর পুত্র মো. কামাল উদ্দিন (৫১) ও মো. বেলাল উদ্দিন (৩৫)। একই ইউনিয়নের আওই গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের পুত্র মো. কামাল উদ্দিন (২৬)।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ও জব্দকৃত আলামত গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।