বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেনের উদ্যোগে এবং প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সুন্দিশাইল গ্রামের প্রায় শতাধিক পানিবন্দি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, এলাকার বিশিষ্ট মুরব্বি আওলাদ হোসেন মন্টু, সৈয়দ মামুনুর রশীদ, প্রবাসী জামান আহমদ, বাবুল আহমদ, এনাম আহমদ, হেলাল আহমদ, হাবিবুর রহমান লাপু, হেলাল উদ্দিন।
যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান আহমদ, মাহবুব হোসেন শিপলু, রাসেল আহমদ, কাওছার আহমদ, রাসেল আহমদ, সুমন আহমদ, ওলি আহমদ, ইমন আহমদ, প্রবাসী জাবেদ আহমদ, রাহিন আহমদ, মনসুর আহমদ, হাছান আহমদ, নাহিদ আহমদ, হাবিব আহমদ, শরীফ আহমদ প্রমুখ।