Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-07-17T16:36:47Z
গোলাপগঞ্জ

যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটির পরিকল্পনা কমিশনার হলেন গোলাপগঞ্জের ইমরান

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির পরিকল্পনা কমিশনার মনোনীত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জের কৃতী সন্তান ইমরান হোসাইন। শুক্রবার (১৫ জুলাই) সিটি হলে শপথ তিনি শপথগ্রহণ করেন। এসময় শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আন্দ্রে সাঈদ।

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিল প্রেসিডেন্ট শাহিন খালেক, ডেপুটি মেয়র ফেরদৌস হোসাইন, ডেপুটি মেয়র রাইদ অদেহ, কাউন্সিল এট লার্জ ফরিদ উদ্দিন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাটলিন লং, বিজনেস ডিরেক্টর মিশিয়েল লে পোয়েল, হেলথ ডিরেক্টর জুয়েল রমেজ, নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মিনা আবেদীন, নিউ জার্সি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জামাল হোসাইন, পিটারসন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সায়েক হোসাইন প্রমুখ।

ইমরান হোসাইন এর আগে তিনি প্যাটারসন সিটির কমিশনারের দায়িত্বে ছিলেন। তাঁর কর্মদক্ষতায় তাকে এই পদে পদোন্নতি দেওয়া হয়। এর পূর্বে তিনি কাউন্সিল এইড ও লেজিসলেটিভ এইড'র দায়িত্ব পালন করেন।

ইমরান হোসেন গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের গাঘুয়া গ্রামের মৃত আলহাজ্ব চেরাগ আলীর পুত্র। ইমরান হোসাইনের দাদার নাম কালা মিয়া ও পরদাদার নাম শেবু চৌধুরী।

ইমরান হোসাইন নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আমেরিকান কাউন্সিল অব নিউ জার্সির যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ আমেরিকান স্পোর্টস লীগের ভাইস প্রেসিডেন্ট এবং নিরাপদ সড়ক চাই নিউ জার্সি শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি নিউ জার্সি স্টেট আওয়ামী যুবলীগের ভাইস প্রেসিডেন্ট'র দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ