বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। দীর্ঘ তিন বছর পর নতুন করে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বুধবার (৬জুলাই) বিকালে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এই এমপিওভুক্তের তালিকায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
গোলাপগঞ্জের নতুন এমপিওভুক্ত ৬টি প্রতিষ্ঠান হলো, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ (কলেজ শাখা), রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ (কলেজ শখা), হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ (কলেজ শখা), হাজী আব্দুস শহিদ মহিলা আলিম মাদ্রাসা (আলিম শাখা), মকবুল আহমদ একাডেমী (নিম্ন মাধ্যমিক), মুল্লাবাড়ী জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ( দাখিল শাখা)।