Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-06-19T07:34:59Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের খোঁজখবর নিলেন চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজ খবর নিতে ছুটে যান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সিলেটে জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। শনিবার রাত সাড়ে ৭টায় এই দুটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সাথে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।

এসময় উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের আশ্রয় কেন্দ্রের আশ্রিতদের খাবারের ব্যবস্থা করে দেন।

তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। আমরা সবাই আপনাদের সাথে আছি। সকলে মিলেই এই দুর্যোগ মোকাবেলা করবো।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ