বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের হেলাল উদ্দিন ২৩৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হালিমির রশিদ রাপু পেয়েছেন ১৭৯০ ভোট। শনিবার রাত সাড়ে সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন রির্টার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ আব্দুর রকিব মাত্র ২৯৩টি ভোট পেয়ে ৭ম স্থানে ও জমিয়তে ইসলাম বাংলাদেশ মনোনীত মোহাম্মদ খলিলুর রহমান খেঁজুর গাছ প্রতীকে ৯২১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯৩০ ভোট, চশমা প্রতীকে মোঃ নুর উদ্দিন পেয়েছেন ৯১১ ভোট, অটোরিক্সা প্রতীকে কামাল হোসেন পেয়েছেন ৫০২ ভোট, মোটরসাইকেল প্রতীকে মোঃ আব্দুল মতলিব পেয়েছেন মাত্র ৮৮ভোট।