বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : ‘আমেরিকা বসে বাংলাদেশে চাকুরী’ শিরোনামে ৯মার্চ ২০২১ সালে গোলাপগঞ্জের জনপ্রিয় সংবাদ পোর্টাল ' জি ভয়েস টোয়েন্টিফোর ' সহ সিলেটের স্থানীয় ও দেশের জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাকুরী হারালেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা জ্যাসমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। তিনি বলেন, ২০১৮ সাল থেকে তিন মাসের ছুটি নিয়ে এ যাবৎ স্বপরিবারে আমেরিকায় অবস্থান করছেন প্রধান শিক্ষিকা সৈয়দা জ্যাসমিন সুলতানা। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও (গ) অনুযায়ী অসদাচারণ ও পলায়নের দায়ে দোষী সাব্যস্ত করে চাকুরি থেকে বরখাস্ত এবং ১১/০৯/২০১৮ সাল থেকে বিদ্যালয়ের উক্ত পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রধান শিক্ষিকা সৈয়দা জ্যাসমিন সুলতানা দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে অক্ষমতা অবসর জনিত ছুটি নেন। ছুটি নিয়ে তিনি একই বছরের সপরিবারে আমেরিকায় চলে যান। তার পর থেকে স্কুলের সঙ্গে সৈয়দা জ্যাসমিন সুলতানার কোনো যোগাযোগ নেই। উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেননি বলে উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে। অবশেষে ঐ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগীয় ব্যবস্থা নিলেন উপপরিচালক ড. নাসিমা বেগম।
তাছাড়া ‘ আমেরিকা বসে বাংলাদেশে চাকুরী’ শিরোনামে ৯মার্চ ২০২১ সালে দৈনিক শ্যামল সিলেট পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংবাদটি উর্ধ্বতন কতৃপক্ষের নজরে আসে। এর আগে সিলেট বিভাগীয় শিক্ষা অফিসে লিখিত আবেদন জানিয়েছিল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খান বলেন, দীর্ঘ দিন পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে চাকুরিচ্যুত ও পদটি শূন্য ঘোষনা করা হয়েছে। এজন্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলমসহ সকল সাংবাদিক ও শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।