বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদের উদ্যোগে ও বিভিন্ন বিত্তবানদের সহায়তায় কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯জুন) সকাল ১১টায় পৌর এলাকার ঘোগারকুল সহ বিভিন্ন এলাকায় এ চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফরান জামিল, অরুন দে, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ কয়েছ আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা হাদিউজ্জামান মাছুম, আব্দুল মালেক, আমির হোসেন রাহি,নাদিম মাহমুদ শিপলু, হুমায়ুন কবির মান্না, সাইফুল ইসলাম জুবেদ, তাজির উদ্দিন, রুমেল আহমেদ, আফজাল আহমদ, উপজেলা যুবলীগ নেতা রুহুল ইসলাম,শামীম আহমদ পৌর যুবলীগ নেতা আফজাল হোসেন আক্তার, জুয়েল আহমদ, মুক্তা আহমদ জেলা ছাত্রলীগ নেতা আপন ইকবাল তানভীর প্রমুখ।
এসময় তৃতীয় ধাপে ২৪০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগেও পৌর আওয়ামীলীগের উদ্যোগে ২০০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।