বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি: লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি ও চ্যানেল এস এর সিনিয়র ক্যামেরাম্যান মোঃ রেজাউল করিম মৃধার বড় মেয়ে জোয়াইরা মৃধার শুভ বিবাহ রোববার (২৭ জুন ২০২২) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ফরেস্ট রোডস্থ ব্যানকুয়েটিং হল ‘দ্যা উইলোজ’-এ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র মায়ুম মিয়া, চ্যানেল এস-এর ফাউন্ডার মাহি জলিল, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক জেনারেল সেক্রেটারি ও চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক বুলবুল হাসান, সিনিয়র সাংবাদিক আব্দুল মুমিন জাহেদী ক্যারল, চ্যানেল এস এর ফরেন এফিয়ার্স এডিটর তানভির আহমেদ, চ্যানেল এস এর নিউজ এডিটর মিল্টন রহমান, সিনিয়র সংবাদ পাঠিকা জাকিয়া রেজোয়ানা আনোয়ার, তানজিনা সিদ্দিীক নুরী, ববি রায়, এটি এন বাংলার সংবাদ পাঠক শওকত মাহমুদ টিপু, এমএএইচ লন্ডন টিভির সিইও আইনজীবি আব্দুল হামিদ টিপু, সানরাইজ টুডের এডিটর এনাম চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ হাসনাত খান, চ্যানেল এস এর প্রডিউসার আহাদ আহমেদ।
ক্যানারী গ্রুপ এর ডিরেক্টর জেনারেল ডঃ জাকির খান, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, সাবেক জেনারেল সেক্রেটারি ও শিক্ষক মজিবুর রহমান, বিবিসিসিআই এর প্রতিষ্ঠাতা সভাপতি সাগির বকত ফারুক, বিবিসিসিআই এর লন্ডন রেজনের প্রেসিডেন্ট ও জেএমজি কার্গোর স্বতাধীকারি মনির আহমেদ, বিবিসিএ এর জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া, লন্ডন ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হক হাবীব, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, ব্যাংগলিং ওয়েডিং এর সিইও সোয়ানা আহমেদ।
আমেরিকার থেকে আমন্ত্রিত অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা হেলাল করিম, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, কাউন্সিলার সাইমন আহমেদ, কাউন্সিলার লিলু আহমেদ তালুকদার, লকস্লি মসজিদ এর সভাপতি মুসলেহ উদ্দিন , ইতালী থেকে আগত আমন্ত্রিত অতিথি, রেজাউল খান, শাকিল আহমেদ, মাহফুজুর রহমান বাদল, মোহাম্মদ ইয়াসিন, ব্যাবসায়ী সাইদুর রহমান, কাজী সোহেল, কমিউনিটি নেতা মুকিত চৌধুরী, আমিনুর রহমান লিটন শিকদার, তরুন শিকদার ব্যাবসায়ী মোজাম্মেল হক, ব্যাবসায়ী ফয়সাল আহমেদ, একাউন্টেনট মোফাজ্জ্ল হোসেন সহ রাজনীতিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিবাহ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্যের বিশিষ্ট আলেম টিভি ওয়ান এর ডিরেক্টর শেইখ আব্দুর রহমান মাদানী ও টিভি প্রেজেন্টার ডক্টর মাওলানা আজাদী।
জোয়াইরা মৃধা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইকবাল হোসাইন ও মোহসেনা আক্তার হোসাইনের একমাত্র পুত্র শাফায়াত হোসেন এর সাথে । যুক্তরাজ্যের সাফক শাহরের বাসিন্দা শাফায়াত হোসাইনের বাংলাদেশের পিত্রালয় ফেনী জেলার, সোনাগাজী উপজেলার নবাবগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে।
মোঃ রেজাউল করিম মৃধার দেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আইলকুন্ডি গ্রামে।
তিনি সপরিবারে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন। শাফায়াত-জোয়াইরা’র দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক একান্ত প্রত্যাশা ।